Last Updated on নভেম্বর ৩, ২০২৪ by
ট্রেনের নিচে প্রাণ গেল ৪ পরিচ্ছন্নতাকর্মীর
ভারতে কেরালা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শোরানুর রেলওয়ে স্টেশনের কাছে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পালাককাদ জেলায় রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে শোরানুর ব্রিজের কাছে রেললাইনের ময়লা পরিষ্কার করছিলেন ওই চার স্যানিটেশনকর্মী। এ সময় ট্রেন চলে এলে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি কেরালা থেকে দিল্লিতে যাচ্ছিল। পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ওই চার কর্মী রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ট্রেনের ধাক্কায় তারা ট্রাক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। অপর জনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দুর্ঘটনার সময় আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেন। নিহত সবাই তামিলনাড়ুর বাসিন্দা। দেশটির রেলওয়ে পুলিশ জানিয়েছে, সম্ভবত তারা ট্রেন আসার বিষয়টি লক্ষ্য করেনি। এ জন্যই দুর্ঘটনা ঘটেছে। তারপরও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে। সূত্র : এনডিটিভি