চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক রাসেল (১৭)। নিহত রাসেল চর বাররশিয়া জাফরপাড়ার মো. আমিরুল ইসলামের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকাল ৮টায় সদর উপজেলার হায়াত মোড় থেকে মোটরসাইকেলযোগে চরবাগডাঙ্গার দিকে যাচ্ছিল রাসেল। পথে শুকনাপাড়া গ্রামে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক রাসেল ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক্টরটি আটক করা করা হলেও এর চালক পালিয়ে গেছে। উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের মিয়াপাড়া ঈদগাহ এলাকায় ট্রাক্টরের নিচে পড়ে ওই ট্রাক্টরের চালক মো. রায়হান আলী (২০) নামের একজন নিহত হন।