বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৩, ২০২৪ by

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইমরুল কায়েস

বাংলাদেশের হয়ে আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না ইমরুল কায়েসকে। আগামী ১৬ নভেম্বর মিরপুর হোম অব ক্রিকেটে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামবেন ইমরুল। এদিন অবসরের ঘোষণা দিবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও। ৩৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ইমরুলের রান ১৭৯৭। টেস্টে বাংলাদেশের হয়ে ১৭৯৭ রানের মালিক ইমরুল কায়েস সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, কোলকাতায় পিংক বল টেস্টে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচের প্রথম ইনিংসে ৪, পরের ইনিংসে ৫ রানের বেশি করতে পারেননি। ১৬ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের জার্সিতে ঢাকার বিপক্ষে ক্যারিয়ারে সবশেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন ওপেনার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’; এমন এক ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় ইমরুল কায়েস বললেন, ‘আসসালামুআলাইকুম, আমি ইমরুল কায়েস। বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ই নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমি প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

About The Author

শেয়ার করুন