দৈনিক গৌড় বাংলা

টেস্টে নিজের পারফরম্যান্সে নিয়ে সন্তুষ্ট নয় গিল

টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্সে খুশি নন ভারতীয় ক্রিকেটার শুবমান গিল। তাঁর সহজ স্বীকারোক্তি টেস্ট ক্রিকেটে তাঁকে নিয়ে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ২০২০ সালে টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ২৫টি টেস্ট খেলে ১৪৯২ রান করেছেন শুবমান গিল। গড় ৩৫.৫২, রয়েছে ৪ টি সেঞ্চুরি। তারপরেও নিজের পারফরম্যান্স খুশি হতে পারছেন গিল। টেস্টে ওপেনার হিসাবে টেস্ট শুরু করেছিলেন গিল তবে এখন ব্যাট করছেন তিন নম্বরে। এখন দীলিপ ট্রফি খেলবেন গিল তারপর সামনেই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। সেই ১০ টি টেস্টে ভালো খেলার প্রত্যাশা রাখেন শুবমান গিল। তিনি নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমাদের সামনে ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি এই দশ টেস্ট ম্যাচের পর প্রত্যাশা পূরণ করতে পারব।’ স্পিনের বিপক্ষে সব সময়েই সেরা ভারতীয় ব্যাটাররা। তবে সম্প্রতি স্পিন আক্রমণের বিপক্ষে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যাটাররা। গিল জানিয়েছেন স্পিন বোলিংয়ের বিপক্ষে শক্তিশালী ব্যাটিং করতে কাজ করছেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘স্পিনারদের বিপক্ষে ভালো করার জন্য আমি অনেক পরিশ্রম করছি। টার্নিং পিচে খেললে রক্ষণাত্মক খেলতেই হবে। তারপর তো স্কোরিং শট খেলার প্রশ্ন। এত টি-টোয়েন্টি খেলতে হয় ব্যাটিং সহায়ক পিচে যে রক্ষণের দিকটায় ঠিক মত কাজ করা হয়না ইংল্যান্ড সিরিজে সেটাই কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলাম।’

About The Author