Last Updated on জুলাই ১৬, ২০২৪ by
টেকসই ক্রয়ের লক্ষ্য অর্জনে প্রয়োজন নাগরিক সম্পৃক্ততা : বিপিপিএ’র কর্মশালায় বক্তারা
চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই কর্মশালা অুনষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই সরকরি ক্রয়। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাদিহিতা বাড়ানোর পাশাপাশি টেকসই ক্রয় নিশ্চিতে ভূমিকা রাখতে পারে নাগরিক সম্পৃক্ততা। এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে ‘সরকারি ক্রয়বাতায়ন’ নামের সিটিজেন পোর্টাল। এই পোর্টাল থেকে সহজেই সরকারি ক্রয়ের সকল তথ্য পাচ্ছেন নাগরিকরা। এতে জেলাপর্যায়ে উন্নয়ন কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করার সুযোগ তৈরি হয়েছে। এটি টেকসই ক্রয়ের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল বিপিপিএ’র পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিপিপিএ’র পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন- বিপিপিএ’র উপপরিচালক শাখাওয়াত হোসেন। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ডিনেট’র নির্বাহী পরিচালক শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও দরপত্রদাতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিপিপিএ’র পরিচালক মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয় ব্যবস্থাকে টেকসই করার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থা টেকসই করার উদ্দেশ্যে সাসটেইনেবল পাবলিক প্রকিউরমেন্ট (এসপিপি) পলিসি হয়েছে। খুব শিগগিরই কয়েকটি খাতে এসপিপি পাইলটিংয়ের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়ানো এবং টেকসই সরকারি ক্রয় নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ক্রয়কারী প্রতিষ্ঠান, দরপত্রদাতাদের পাশাপাশি নাগরিকদের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাহফুজার রহমান বলেন, সরকারি ক্রয়ের নানা তথ্য নাগরিকদের জানাতে বিপিপিএ ‘সরকারি ক্রয় বাতায়ন’ নামে একটি সিটিজেন পোর্টাল চালু করেছে। এর মাধ্যমে সরকারি ক্রয়ের অনেক তথ্যই এখন নাগরিকদের হাতের নাগালে। এখান যে কেউ সহজেই জেনে নিতে পারছেন তার নিজ এলাকায় সরকারি ক্রয় বা উন্নয়ন কাজের নানা দিক। কোন জেলায় কত টাকার উন্নয়ন কাজ হচ্ছে বা হতে যাচ্ছে, কোন ঠিকাদার পেয়েছেন চুক্তি সম্পাদন নোটিশ, ইত্যাদি নানা তথ্য পাওয়া যাচ্ছে এক জায়গাতেই।
তিনি বলেন, পোর্টালটির মাধ্যমে ক্রয়ের প্রধান সূচকগুলোর অবস্থান আঙ্গিকে দেখা ও বিশ্লেষণ করার দুয়ার উন্মুক্ত করা হয়েছে। আছে দরপত্র আহ্বান থেকে শুরু করে, দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়ন, চুক্তি, কাজ সম্পন্নকরণ, অভিযোগ সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত তথ্য। জেলাভিত্তিক তুলনামূলক চিত্রগুলোও দেখা যাচ্ছে সহজেই। একসঙ্গে সরকারি ক্রয় সম্পর্কিত এত তথ্য এর আগে কখনো কোথাও প্রকাশ করা হয়নি। এর মাধ্যমে নাগরিকদের জন্য স্থানীয় পর্যায়ের সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণেরও সুযোগ তৈরি হয়েছে।
জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণে জেলা প্রশাসনের সহযোগিতার কথাও তুলে ধরা হয়।