Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by
‘টুয়েলভথ ফেল’র বিক্রান্তকে হত্যার হুমকি
ইদানীং বলিউডের তারকাদের বিভিন্ন হুমকি-ধমকি নিয়েই চলতে হয়। ব্যক্তিগত শত্রুতা কিংবা মাফিয়ার কালো থাবা, কখনো বা বিতর্কিত সিনেমার জন্য টার্গেটে পড়ে যাওয়া। প্রায়ই উঠে আসে একের পর এক হুমকির ঘটনা। সম্প্রতি একের পর এক হুমকিতে রীতিমতো দিশাহারা বলিউড মেগাস্টার সালমান খান। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অভিনেতাকে। এরইমধ্যে অভিনেতা বিক্রান্ত ম্যাসিকেও দেওয়া হলো হত্যার হুমকি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি বিক্রান্ত ম্যাসি জানিয়েছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকি শিল্পী মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিক্রান্ত ম্যাসি বর্তমানে তার আসন্ন সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। গুজরাটের ঘটনার সঙ্গে সম্পর্কিত এই সিনেমাটি আসন্ন মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি হুমকির বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। বিক্রান্ত বলেন, ‘আমি ক্রমাগত হুমকি পাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে অনেক হুমকিমূলক বার্তা আসছে। আমি আগে কখনো এই বিষয়টি প্রকাশ করতে চাইনি, কারণ কেউ আমাকে সরাসরি কিছু বলেনি। তবে আমি বলতে চাই, আমরা শিল্পী এবং আমরা গল্প বলি। আমি কিভাবে এবং কী বলে সেদিকে মনোযোগ দিই না।’ তিনি আরো জানান, ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমাটি সম্পূর্ণ সত্যের ওপর ভিত্তি করে নির্মিত। এটি ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং অন্যান্য কারণে এটি স্থগিত করা হয়। বর্তমানে এটি ১৫ নভেম্বর মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। বিক্রান্ত ম্যাসির সঙ্গে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। এটি পরিচালনা করেছেন রঞ্জন চন্দেল এবং প্রযোজনা করেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা একতা কাপুর। এদিকে বিক্রান্ত ম্যাসির হুমকি পাওয়ার ঘটনা শুধু তার জন্যই নয়, বরং পুরো বলিউডের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারকারা যখন একের পর এক হুমকির শিকার হচ্ছেন, তখন এ ধরনের পরিস্থিতির প্রতি সবার নজর পড়ছে। প্রভাবশালী রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকে রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন বলিউডের অভিনয়শিল্পীরা। ভক্তরাও প্রত্যাশা করছেন, এমন ঘটনা যেন তাদের প্রিয় তারকাদের সঙ্গে না ঘটে।