টি-টোয়েন্টিতেও শীর্ষে ‘দুরন্ত ব্যাটসম্যান’ তামিম

85

Bangladesh cricketer Tamim Iqbal reacts after scoring a century (100 runs) during the second One Day International cricket match between Bangladesh and Pakistan at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on April 19, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফরমেটেই শীর্ষে এখন তামিম ইকবাল। হাবিবুল বাশারকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছিলেন তিনি। পরে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতেও শীর্ষ উঠে আসেন এই হার্ড-হিটার। শুক্রবার (১১ মার্চ) সেই সাকিবকে ছাড়িয়েই টি-টোয়েন্টিতেও শীর্ষে জায়গা করে নিলেন ‘দুরন্ত ব্যাটসম্যান’ তামিম। এদিন ভারতের হিমাচলের ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৪৭ রান করে সাকিবকে পেছনে ফেলেন তামিম ইকবাল। ৯৪২ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সাকিব ছুঁতে লাগতো ৩৭ রান (টি২০’তে সাকিবের রান ৯৭৯)। ৪৭ করে আউট হওয়ার আগে মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে টি২০’তে প্রথম হাজার রানের মালিক আজই বুঝি হয়ে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। সে জন্য তাকিয়ে থাকতে হচ্ছে ওমানের বিপক্ষে ম্যাচে। টেস্টে তামিমের রান সংগ্রহ ৩ হাজার ১শ’ ১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭শ’ ১৩ এবং এখন টি-টোয়েন্টিতে ৯শ’ ৮৯। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও এই বাঁ হাতির।