Last Updated on মে ৩০, ২০২৪ by
টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব রেকর্ডের হাতছানি
দিন দুয়েকের মধ্যই শুরু হতে যাচ্ছে বৈশ্বিক ক্রিকেটের বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে ক্রিকেটের জমজমাট এই আসর। দীর্ঘ প্রায় এক মাস ক্রিকেটভক্তদের চোখ থাকবে মাঠ আর মাঠের বাইরের পরিসংখ্যানের দিকে। নজরে থাকবে নতুন নতুন রেকর্ডের দিকে। খেলা মানেই রেকর্ড ভাঙ্গা গড়া। রেকর্ড গড়ে আবার সেই রেকর্ড ভাঙ্গেও। তবে এবারের আসরে নিশ্চিতভাবেই হতে যাচ্ছে কিছু রেকর্ড দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমিরা। দেখে নেয়া যাক এমন কিছু রেকর্ড, যা দেখা যেতে এবারের আসরেই।
বিশ্বকাপে সর্বাধিক চার
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১১টি চার মেরে সবচেয়ে বেশি চার মারার কীর্তি এখন রয়েছে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের।। তবে এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। ১০৩টি চার মেরে জয়াবর্ধনের সামান্য পিছনেই রয়েছেন বিরাট কোহলি।
এই বিশ্বকাপে ৯টি চার হাঁকালেই সর্বোচ্চ চারের রেকর্ড গড়বেন তিনি। এই তালিকায় ৯১ চার নিয়ে তিন নাম্বারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চারে আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৮৬)।
এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ও উইকেট
এবারই প্রথম বিশ্বকাপে খেলছে ২০ দল। ক্রিকেটের সব সংস্করণ হিসেবেও এটি সবচেয়ে বেশি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ।
দল বাড়ার কারণে বাড়ছে ম্যাচ খেলার সুযোগ। ভাঙ্গতে পারে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান বা উইকেটের কীর্তিও।
সর্বোচ্চ ব্যক্তিগত রান
এক বিশ্বকাপে সর্বাধিক রানের নতুন কীর্তি দেখা যেতে পারে এবারের আসরে। এখন পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে উইকেটের বিচারে এক বিশ্বকাপে সবার ওপরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ
২১টি ক্যাচ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্স সবার উপরে রয়েছেন। তবে তিনি অবসরে গেছেন। ওয়ার্নার ৩টি ক্যাচ নিলেই হয়ে যাবে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড। এ ছাড়া রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সমান ১৬টি করে ক্যাচ।
পরপর তিন ফরম্যাটে বিশ্বকাপ জেতার সম্ভাবনা
এখনো পর্যন্ত কোনো দল আইসিসি-র সব প্রতিযোগিতা ধারাবাহিকভাবে পরপর জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সেই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এওয়নডে বিশ্বকাপ জিতেছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতলে নতুন রেকর্ড করবে তারা।