দৈনিক গৌড় বাংলা

টি-টোয়েন্টি ইতিহাসে বিব্রতকর রেকর্ড মঙ্গোলিয়ার, ১০রানে অলআউট

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিব্রতকর এক রেকর্ডে নাম তুলেছে মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাইপর্বের ম্যাচে মাত্র ১০ রানে অলআউট হয়েছে তারা। মঙ্গোলিয়ার এই ১০ রানে অলআউট হওয়ার ঘটনা ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে ঠিক ১০ রানেই অলআউট হয়েছিল আইসল অব ম্যান, প্রতিপক্ষ ছিল স্পেন। মালয়েশিয়ার বাঙ্গিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুর। ম্যাচে টসে জিতে আগে মঙ্গোলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সিঙ্গাপুর। ব্যাটিংয়ে নেমেই সংগ্রাম করতে থাকে মঙ্গোলিয়া। দলের ব্যাটাররা কেউ ক্রিজে এসে ঠিকমত দাঁড়াতেই পারছিলেন না, এর আগেই হয়ে যাচ্ছিলেন আউট। একের পর এক উইকেটের পতনে যেন আসা-যাওয়ার মিছিল শুরু হয় মঙ্গোলিয়ার ব্যাটারদের মধ্যে। প্রথম ওভারেই পড়ে যায় ২ উইকেট। পাঁচ ওভারের মধ্যেই পড়েছে আরও ৩ উইকেট। প্রায় প্রতি ওভারেই উইকেট হারাতে থাকে মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের বোলাররা যেন দুর্ভোধ্য ক্যালকুলাস ছিলেন মঙ্গোলিয়ার ব্যাটারদের সামনে। তাদের মোকাবেলা করতে গিয়ে হাঁসফাঁস করেছেন মঙ্গোলিয়ানরা। শেষমেশ ১০ ওভার খেলে মাত্র ১০ রান করে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া। দলের ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন। সর্বোচ্চ ২ রান করেছেন গান্দেমবেরেল গানবোল্ড এবং জোলজাভখলান সুরেনসেতাং। ১০ ওভারের মধ্যে তিনটি ওভার ছিল মেইডেন। সিঙ্গাপুরের সেরা বোলার ছিলেন হার্শা ভারাডওয়াজ। ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৬ উইকেট তুলেছেন তিনি। মঙ্গোলিয়া পাওয়ারপ্লের মধ্যে যে ৬টি উইকেট হারিয়েছে এর মধ্যে ৫টিই তুলেছেন এই হার্শা। তার এই বোলিং ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানের চারটি দলীয় সংগ্রহের মধ্যে তিনটিতেই এখন জড়িয়ে আছে মঙ্গোলিয়ার নাম। ছোট্ট লক্ষ্যটা তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলে সিঙ্গাপুর। তবে নতুন ব্যাটার ক্রিজে এসে প্রথম বলেই হাঁকান ছক্কা। এরপর সিঙ্গেল এবং একটি ডাবলের পর ওভারের পঞ্চম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন উইলিয়াম সিম্পসন। ১১৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে সিঙ্গাপুর। বাছাইপর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে ৪র্থ স্থানে রয়েছে সিঙ্গাপুর। ৪ ম্যাচে ২ জয়ের ফলে তুলে নিয়েছে ৪ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা না পাওয়া মঙ্গোলিয়া রয়েছে একদম তলানিতে, ৭ম স্থানে। কোনো পয়েন্ট নেই তাদের ঝুলিতে। ৪ ম্যাচে ৪ জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হংকং।

About The Author