Last Updated on জুলাই ৩০, ২০২৪ by
টিয়া পাখি বিক্রির দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুজনকে জরিমানা
অবৈধভাবে টিয়াপাখি শিকার করে বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে বিক্রির সময় তাদেরকে পাখিসহ আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্টরা।
বুধবার বিকেলে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তারা। পরে মোবাইল কোর্টে অবৈধভাবে বন্যপাখি (দুই ধরনের) টিয়াপাখি শিকার করে বিক্রির দায়ে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৯ ধারায় একজনকে ২০ হাজার টাকা ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। এই মামলার প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন।
পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
মোবাইল কোর্টের বিচারক এই তথ্য নিশ্চিত করেছেন।