কোভিড-১৯ মোকাবিলায় টিকা ব্যবস্থাপনায় সকলের সমান সুযোগ এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ টিকা সরবরাহ নিশ্চিত করার লক্ষে টিআইবির ৪৫টি সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি-সনাক চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ৪৫টি কর্ম-এলাকায় কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে।
টিআইবির গভর্নেন্স চ্যালেঞ্জেস ইন হেলথ সেক্টর : টুওয়ার্ডস ইফেক্টিভ কোভিড-১৯ ভ্যাকসিন ডেলিভারি শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর এ কার্যক্রম পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রম চালানোর সময় টিকাগ্রহীতাদের সাক্ষাৎকারসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলা হয়। এ সময় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের টিকা কেন্দ্র থেকে টিকা নেয়া ৭৫ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এছাড়া ১৫ জন প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদেরও সাক্ষাৎকার নেয়া হয়। টিকার নিবন্ধনদাতাদের মধ্যে ৮২.৩৫ শতাংশ মানুষ আত্মীয়, পরিবার, বন্ধু, প্রতিবেশীর মাধ্যমে, ৫২ দশমিক ৯৪ শতাংশ মানুষ টেলিভিশনের মাধ্যমে, ১৭ দশমিক ৬৫ শতাংশ মানুষ মাইকিংয়ের মাধ্যমে, ২৬ দশমিক ৪৭ শতাংশ মানুষ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় এবং ৪১ দশমিক ১৭ শতাংশ মানুষ টিকার কথা জেনেছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার চাঁপাইবাবগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সনাক আয়োজিত অধিপরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।
টিকা প্রাপ্তির ক্ষেত্রে শুরুর দিকে টিকা স্বল্পতার কারণে এসএমএস পেতে দেরি হয়েছিল বলে সভায় সিভিল সার্জন জানান। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলেও তিনি জানান।
প্রতিবেদনে ১১টি সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলোÑ অপ্রাতিষ্ঠানিক উৎসের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য প্রচারের ব্যবস্থা আরো জোরদার করা; পরবর্তী টিকা গ্রহণের সময় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে ঠিকভাবে অবগত করা; বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া; টিকাদান কেন্দ্রে তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা চলমান রাখা; কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা; প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের সহযোগিতার জন্য লোকবল রাখা; প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রাপ্তি নিশ্চিত করা; যথাসময়ে সবার জন্য টিকা সরবরাহ নিশ্চিত করা এবং টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে প্রচারণা জোরদার করা; টিকা নিবন্ধনে অর্থ খরচের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা; যে কোনো ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা; কর্তৃপক্ষ কর্তৃক শক্তিশালী মনিটরিং নিশ্চিত করা।
চাঁপাইনবাবগঞ্জ সনাকের সহসভাপতি গৌরি চন্দ সিতুর সভাপতিত্বে আয়োজিত অধিপরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। কমিউনিটি মনিটরিং প্রতিবেদনটি ভিডিও স্লাইটের মাধ্যমে উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জে টিআইবির এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেনÑ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরুন নাহার নাসু, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম মুন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক, ইপিআই পরিদর্শক আমিরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সনাকের সদস্যবৃন্দ।