চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলোÑ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের টিকরামপুর মধ্যপাড়ার মো. দেলোয়ারের ছেলে দিদার (৫) ও মো. হোসেনের মেয়ে তিশা (৪)। দিদার ও তিশা সম্পর্কে চাচাতো ভাইবোন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক জানান, বাড়ির পাশে আমবাগানে ৩ শিশু খেলাধুলা করছিল। সেখানে তাদের পায়ে কাদা লাগলে পাশের একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ধোয়ার জন্য যায়। একপর্যায়ে শিশু দিদার ও তিশা ডুবে যায়। এসময় ডাঙ্গায় থাকা অপর শিশুটি দৌড়ে এসে খবর দিলে লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চা দুটিকে মৃত ঘোষণা করেন।