রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১৫, ২০২৪ by

টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান মঙ্গলবারও পরিচালিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে জেলাশহরের পুরাতন বাজার ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ডাবপট্টিতে এই অভিযান চালানো হয়।
এসময় মূল্য তালিকা না থাকায় ৩ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেনÑ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন