Last Updated on অক্টোবর ৯, ২০২৪ by
টাকা আত্মসাৎ : নাচোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গ্রাহকদের
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের টাকা আত্মসাৎকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার ‘ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ’র ব্যানারে এই কর্মসূচি পালন করে এর গ্রাহকরা।
বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ভুক্তভোগীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা ইসলামী ব্যাংক পিএলসি, নাচোল বাজার এজেন্ট আউটলেট নেটওয়ার্ক ডিজিটাল সেন্টার-৩৬৪-০১ এর ইনচার্জ মো. এসারুল হক, ক্যাশিয়ার মো. আনিসুর রহমান ও মার্কেটিং অফিসার মো. আবু রায়হানসহ সাধারণ গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের সাথে জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক বিচারের মুখোমুখি করা ও আত্মসাৎকৃত টাকা সাধারণ গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের খোকন, ভুক্তভোগী গ্রাহক আলহাজ শামসুদ্দিন মন্ডল আমিন, মো. দেলোয়ার হোসেন মাস্টার, মোসা. শেরিনা বেগম।
মানববন্ধনে ব্যাংকটির গ্রাহক শামসুন নাহার জানান, তার চলতি হিসাব নম্বরে ১১ লাখ ২৫ হাজার ৯০১ টাকা জমা রাখেন। এছাড়া শামসুদ্দিন নামে একজন ফিক্সড ডিপোজিটে ২০ লাখ ৭৫ হাজার টাকা লুজ রশিদের মাধ্যমে জমা এবং আব্দুল মান্নান ১১ লাখ ৫০ হাজার টাকা জমা রাখেন চলতি হিসাব নম্বরে।
এ বিষয়ে আউটলেটের এজেন্ট অভিযুক্ত এসারুল হকের মোবাইল নম্বর বন্ধ এবং এ ঘটনার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ইসলামী ব্যাংকের রহনপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ইসলামী ব্যাংকে পিএলসি নাচোল বাজার এজেন্ট আউটলেট এসারুল হক, ক্যাশিয়ার আনিসুর রহমান ও মার্কেটিং অফিসার আবু রায়হান গ্রাহকদের টাকা নিজ নামীয় অ্যাকাউন্টে জমা না করার অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে ৮৫ জন গ্রাহকের প্রায় ১ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকার একটি তালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার ফলে ওই শাখার এজেন্ট, ক্যাশিয়ার ও মার্কেটিং অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ দায়রা জজ আদালতের মামলা নং- ০২/২৪, তারিখ ৩১.০৭.২০২৪।