Last Updated on আগস্ট ১২, ২০২৪ by
টাইব্রেকারে ম্যানসিটির কমিউনিটি শিল্ড জয়
ম্যানচেস্টার ডার্বি, জমজমাট লড়াই। একের পর এক নাটকীয়তার শেষে রুদ্ধশ্বাস টাইব্রেকার জমিয়ে তুলেছিল কমিউনিটি শিল্ডের ফাইনাল। তবে শেষ অবধি টুর্নামেন্টের সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেডকে থামিয়ে পাঁচ বছর পর শিরোপা উঁচিয়ে ধরে ম্যানচেস্টার সিটি। কমিউনিটি শিল্ডে আগের তিন বছর আর্সেনাল, লিভারপুল ও লেস্টার সিটির কাছে হেরেছিল গার্দিওলার শিষ্যরা। এ ছাড়া সর্বশেষ এফএ কাপ ফাইনালেও এই ইউনাইটেডের কাছেই হেরেছিল তারা। তবে শনিবার সেই হারের প্রতিশোধ নিয়েছে ডি ব্রুইন-হালান্ডরা। ওয়েম্বলিতে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে নির্ধারিত সময়ের ৮০ মিনিট অবধি গোলার দেখা পাচ্ছিল না কেউ। তবে ৮২ মিনিটে এ ডেডলক ভাঙেন ইউনাইটেডের আলেসান্দ্রো গারনাচো। তবে সাত মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন সিটির তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৬ ব্যবধানে শিরোপা জিতে নেয় সিটি।