বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১১, ২০২৫ by

টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন শন টেইট

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয় অ্যালান ডোনাল্ডের। সাথে সাথেই নতুন কোচ নিয়োগ দেয়নি বিসিবি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ২ বছরের চুক্তিতে পেস বোলিং কোচ হিসেবে অ্যাডামসকে নিয়োগ দেওয়া হয়। তবে প্রায় দেড় বছরের মাথাতেই পেস বোলিং কোচের দায়িত্বে ইতি টানতে হচ্ছে অ্যাডামসকে। নতুন বোলিং কোচও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। একটি জাতীয় দৈনিক জানিয়েছে, বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান পেসার টেইট বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত এক নাম। বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন টেইট। এছাড়া অ্যাডামসের নিয়োগের সময় বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আবেদনও করেছিলেন তিনি, যদিও শেষ মুহূর্তে নাম সরিয়ে নেওয়ায় আর সাক্ষাৎকার দেওয়া হয়নি সেবার। কোচ হিসেবে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেইট। আফগানিস্তান জাতীয় দলের বোলিং পরামর্শকও ছিলেন। স্থগিত হওয়া পিএসএলের আসরে করাচি কিংসের সহকারী এবং পেস বোলিং কোচ হিসেবেও কাজ করছিলেন টেইট।

About The Author

শেয়ার করুন