বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৭, ২০২৫ by

টাইগারদের নিয়ে আশাবাদী কোচ সিমন্স

সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় লজ্জাগুলোর একটি। শারজাহতে খেলতে গিয়ে স্বাগতিকদের কাছে রীতিমত নাকাল হয়েছে টাইগাররা, সিরিজ খুইয়েছে ২-১ ব্যবধানে। আরব আমিরাতের কাছে এমন হার নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। আমিরাতের সাথেই যদি না পারে, পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কী করবে বাংলাদেশ? এমন প্রশ্নও উঠছে। তবে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স এভাবে ভাবতে রাজি নন। তার কথা, হার অনেক সময় দলকে উল্টো উজ্জীবিত করে। পাকিস্তানের মাটিতে সিরিজ জেতার সুযোগ আছে, এমন আশার বাণীও শোনালেন সিমন্স। লাহোরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে অনুশীলনের ফাঁকে সিমন্স কথা বললেন সিরিজ নিয়ে। আরব আমিরাতের কাছে হারের প্রসঙ্গ আসতেই সিমন্স বলে ওঠেন, ‘আরব আমিরাতের কাছে সিরিজ হার কঠিন ছিল। তবে এটি মাঝেমধ্যে আপনাকে উজ্জীবিত করতে পারে। আমাদের মনোবল দুর্দান্ত আছে এবং আশা করছি (আরব আমিরাতের ফল) আমাদের আরও উজ্জীবিত করবে।’ পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সুযোগও দেখছেন সিমন্স। তার কথা, ‘আমার মনে হয় সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। মানুষ বলছে, পাকিস্তান ভালো খেলছে না। তবে নির্দিষ্ট দিনে কী ঘটে সেটাই আসল কথা। আবারও বলছি, এখানে সিরিজ জেতার ভালো সুযোগ আছে। আমরা সব দিক থেকে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করছি। আশা করি এই সিরিজে ভালো করব।’

About The Author

শেয়ার করুন