দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টরেন্টোতে দেশি লুকে নজর কারলেন প্রীতি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ফ্যাশন ডায়েরিতে ঘুরলেই চোখ জুড়িয়ে যাবে। চোখে পড়বে চোখে পড়বে ঝলমলে লেহেঙ্গা থেকে শুরু করে ক্যাজুয়াল পোশাক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রীতি জিনতা টরন্টোতে ‘টেস্ট অফ ইন্ডিয়া’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। প্রীতি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উত্তর আমেরিকার বৃহত্তম খাদ্য উৎসব টেস্ট অফ ইন্ডিয়ার জন্য টরন্টোতে আরও একটি ইভেন্টের জন্য। কী সুন্দর উইকেন্ড। সেই সমস্ত হাসি মুখ দেখে খুবই বিনীত এবং খুশি বোধ করছি। আমাদের দেশি খাবার আর দেশি আবহের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’ এ ইভেন্টের জন্য প্রীতির সাদা সালোয়ার স্যুটটিতে নিখুঁত দেশি আবহ রয়েছে। অভিনেত্রী পোশাকটি শোভিত সোনালি শোভিত ফুলের নিদর্শনগুলির সাথে একটি সাদা স্যুটে এটিকে নূন্যতম এবং জাতিগত রেখেছিলেন। এ ছাড়া এ সময় প্রীতি তার লুকটি হালকা সোনালি মেকাপে সেজেছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি ম্যাচিং সাদা ব্যাগ। লুজ কার্ল করে চুল খোলা রেখেছিলেন তিনি।

About The Author