Last Updated on মে ২৯, ২০২৪ by
ঝিলিম ও গোবরাতলায় ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন- ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল।
বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করলে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান প্রতিটি ওয়ার্ডে সমউন্নয়নের আশ^াস দেন।
ইউপি সচিব মৃণাল কান্তি পাল জানান, এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৯৭৬ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ ৪৯ হাজার ৯৭৬ টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে এগিয়ে রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে গোবরাতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপু। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, নুরুল আমিন, ইউসুফ আলী, উসমান গনি বাবু, মতিউর রহমান, মাইনুদ্দীন, রাফেজ মীর, সংরক্ষিত আসনের সদস্য মোসা. আয়েশা আকতার, মোসা. নাজনীন নাহার, মোসা. রোজিনা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৩৪৩ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২২৩ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৯১ হাজার ১২০ টাকা।