ঝিলিমে উঠান বৈঠক করলেন ডা. রাব্বানী

11

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। বুধবার বিকেলে তিনি উঠান বৈঠক করেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদ্মা সেতু, মেট্রোরেল, উড়াল সড়ক, বঙ্গবন্ধু টানেল, সারাদেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী।
এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জাব্বারসহ অন্যরা।
উঠান বৈঠক শেষে একই স্থানে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা. গোলাম রাব্বানী।