চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট বাজারে কাঁচামরিচের দাম কমেনি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরেই। অপরদিকে বেড়েছে সবজির দাম। এছাড়া দেশী মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে প্যারেন্টস ও সোনালি মুরগির দাম। অন্যদিকে গরু ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজারে দেখা গেছে, কাঁচামরিচ প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির আগে যারা কমপক্ষে আড়াইশ গ্রাম কিনতেন তাদেরকে ৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ১০০ গ্রাম কিনতে দেখা গেছে।
জেলার কৃষকদের উৎপাদিত কাঁচামরিচে চাহিদা পূরণ না হওয়ায় যশোর থেকে আমদানি করা হয়। কিন্তু সেখান থেকে সরবরাহ কমে যাওয়ায় দামের এই ঊর্ধ্বগতি বলে জানান সবজি বিক্রেতরা।
সবজি বিক্রেতা ইমন হাসান জানান, শুক্রবার কাঁচকলা প্রতি কেজি ৪০-৫০ টাকা, পটোল ৫ টাকা বেড়ে ৪০ টাকা, ঝিঙ্গা ১০ টাকা বেড়ে ৫০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ১০০ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে মান ভেদে ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে মান ভেদে ৪৫ টাকা থেকে ৫০ টাকা, ঢেঁড়শ ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৩৫ টাকা, আলু বড়টা ৫ টাকা বেড়ে ৪৫ টাকা এবং দেশী আলু মান ভেদে ৫০ টাকা থেকে ৫৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়ো জালি ও লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। অন্যদিকে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা। পেঁয়াজের দাম প্রতি কেজি বেড়েছে ৫ টাকা।
একই বাজারের মুরগি বিক্রেতা জহুরুল হক জানান, বৃহস্পতিবার দেশী মুরগির দাম ছিল প্রতি কেজি ৫০০ টাকা কিন্তু আজ শুক্রবার ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা।
আরেক বিক্রেতা জানান, প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২০৫ টাকা থেকে ২৪০ টাকা প্রতি কেজি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়েছে বলে তিনি জানান।