Last Updated on এপ্রিল ১৮, ২০২৫ by
ঝরে পড়া আমের কেজি ২০ টাকা
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম মৌসুমের এই সময়টায় বেশ কিছু আম কোনো ঝড় বাতাস ছাড়াই এমনিতেই ঝরে পড়ে। এবারো তার ব্যতিক্রম হচ্ছেনা। প্রতিটি আম গাছ থেকে কিছু আম ঝরে পড়ছে। সেই আম গ্রামের দরিদ্র পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা কুড়িয়ে বিক্রি করে। এরকম অনেকের কাছ থেকে কিছু লোক সেই আম কিনে নিয়ে বাজারে বিক্রি করে।
শুক্রবার সকাল ১১টার দিকে জেলা শহরের পুরাতন বাজারে রাস্তার ওপর রিকশা ভ্যানে করে আম বিক্রি করছেন মল্লিকপুর এলাকার সাহেব আলী। দাম প্রতি কেজি ২০ টাকা।
এদিকে জেলা শহরের নিউ মার্কেট সবজি বাজারেও আম বিক্রি হতে দেখা গেছে। শুধু এই বাজারেই নয় বতর্মানে জেলার প্রতিটি হাটে বাজারে এমন পাওয়া যাচ্ছে।