জয়িতা লিমাকে ফুলেল শুভেচ্ছা

77

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহী বিভাগে জয়িতার সম্মাননা পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের লিমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সোমবার সকালে জেলার হুজরাপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহকারী মহাব্যবস্থাপক ও আরএমটিপি প্রজেক্টের উপপ্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আবু আল বাতেন।
এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক মুখলেছুর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ-২০২১’ অনুষ্ঠানে এ সম্মাননা পান লিমা খাতুন।
লিমা খাতুন প্রথমে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিডা, পিকেএসএফ হতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। বর্তমানে নকশি শিল্পের একজন দক্ষ প্রশিক্ষক তিনি। নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি জেলখানা, এতিমখানা, জাইকা প্রজেক্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একজন সফল সদস্য।