শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৪, ২০২৫ by

জো রুটের বিশ্বরেকর্ড

ব্যাট হাতে টেস্টের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের স্বীকৃতিটা আগেই পেয়েছিলেন জো রুট। কোনো সংশয় ছাড়াই বলা চলে, ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে জো রুটের মতো আসেননি আর কেউই। এই মুহূর্তে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এই মূহুর্তে আছেন ৫ম স্থানে। অবশ্য সেখান থেকেও উন্নতি হচ্ছে সহসাই। আর ৩৪৫ রান করলেই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে যাবেন জো রুট। সামনে থাকবেন কেবলই শচীন টেন্ডুলকার। ব্যাট হাতে ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট হেডিংলি টেস্টে করেছেন বিশ্বরেকর্ড। যদি সেটা ব্যাটিংয়ে না, বরং ফিল্ডিংয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ২১০ ক্যাচ নেয়ার রেকর্ড এখন তার নামের পাশে। ২৯৩ ইনিংসে ২১০ ক্যাচ পূরণ করেছেন রুট। এই তালিকায় অবশ্য তিনি যৌথভাবে শীর্ষে আছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়েরও আছে ২১০ ক্যাচ নেয়ার কীর্তি। তবে সেজন্য দ্রাবিড়কে অপেক্ষা করতে হয়েছে ৩০১ ইনিংস পর্যন্ত। বর্তমানে খেলছেন এমন তারকাদের মধ্যে রুটের আশেপাশে আছেন কেবল স্টিভ স্মিথ। তালিকার চারে থাকা এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ক্যাচ ২০০টি। ২০৫ ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় তিনে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। আর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ২০০ ক্যাচ নিলেও স্মিথের চেয়ে ৯২ ইনিংস বেশি সময় নেয়ায় চলে গিয়েছেন পাঁচে। স্মিথ এবং রুট ছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে ১০০ ক্যাচ আছে আর কেবল বেন স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ক্যারিয়ারে নিয়েছেন ১১৩ ক্যাচ। এরপরেই আছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা। তার নেয়া ক্যাচের সংখ্যা ৮৬টি। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ আছে মুমিনুল হকের ৪২টি।

About The Author

শেয়ার করুন