চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সীমান্তে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোহরপুরের খলিফার চর এলাকায় অভিযান চালায় জোহরপুর বিওপির সদস্যরা।
৫৯ বিজিবির অধিনায়ক হাসান মোরশেদ জানান, জোহরপুর বিওপির নায়েক সুবেদার মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাত ৯ টার দিকে সীমান্ত পিলার ১৯/৪এস ২০০ গজ অভ্যান্তরে খলিফার চর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিত মূল্য ১ লাখ ১১ হাজার টাকা। এ বিষয়ে আইন অনুয়ায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।