Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো ব্রাজিল
ব্রাজিলের রাজধানীতে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। ঘটনাস্থল থেকে সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ধাপ দূরে। ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়। আর তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ নিশ্চিত করেছে, তারা ভবনের বাইরে একটি মরদেহ পেয়েছে। তবে এখনও বিস্তারিত জানাতে পারেনি তারা। সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেছেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, আমি সুপ্রিম কোর্ট এবং নি¤œকক্ষে হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই হামলার পেছনের কারণ জানতে হবে। যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা নিশ্চিত করতে পারেন, সুপ্রিম কোর্টের সামনে একটি মরদেহ আছে। তবে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের বলেন, এক ব্যক্তি আদালতের প্রবেশদ্বারের কাছে যাওয়ার পর প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। তদন্ত অব্যাহত থাকার সময় সংসদ বন্ধ রাখার সুপারিশ করেছি। এর আগে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটি খালি করা হয়েছে। বিচারপতিরা একটি পূর্ণাঙ্গ অধিবেশনের শুনানি শেষ করার পরই ওই ঘটনা ঘটে। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়। উল্লেখ্য, আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের সঙ্গে মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানা গেছে।