Last Updated on সেপ্টেম্বর ১৫, ২০২৪ by
জোড়া গোলে মায়ামিকে জেতালেন লিও
ইনজুরি কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরেই নিজেকে প্রমান করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোববার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে মেসির জোড়া গোলে মায়ামি ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে মাত্র চার মিনিটের মধ্যে মেসি দুই গোল দিয়েছেন। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত ১৪ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। তারপর থেকে মেসি বিশ্রামে ছিলেন। এই সময়ের মধ্যে এমএলএস’র আটটি ম্যাচ ছাড়াও এ মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারেননি। ১ জুন থেকে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেননি মেসি। কিন্তু গতকাল মূল দলে সুযোগ পেয়েই প্রতিটি মিনিট কাজে লাগিয়েছেন। ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘সত্যি বলতে কি আমি কিছুটা পরিশ্রান্ত। মায়ামির গরম ও আদ্রতা আমাকে স্বাভাবিক খেলা খেলতে দেয়নি। কিন্তু আমি সত্যিই মাঠে ফিরতে চেয়েছি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকাটা কখনই সুখকর হয়না। মাঝে মাঝে হালকা অনুশীলন করেছি, তখনই বুঝতে পেরেছি ধীরে ধীরে আমাকে সুস্থ হয়ে উঠতে হবে। আমি সত্যিই দারুন খুশী।’ এই দুই গোলে ১৩ ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। অন্যদিকে এমএলএস’র এই মুহূর্তে শীর্ষ গোলদাতা ডিসি ইউনাইটেডের ক্রিস্টিয়ান বেনটেকের থেকে দুই গোল পিছিয়ে ১৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুয়ারেজ।