চাঁপাইনবাবগঞ্জ জেলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির এক সভা গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রী শ্রী রাম সীতা মন্দিরে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শ্রী সুকুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রী কানাই বর্মণ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ছবি সাহা, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রণব কুমার পাল, শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, শ্রী পূর্ণচন্দ্র কর্মকার, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জেলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ।
সভার শুরুতে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি, জেলা সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রয়াত বাবুল কুমার ঘোষ, শ্রী বিবেক বর্মণ, মনোরঞ্জন সরকার, সিদ্ধেশ^র সিংহ সেতুসহ অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ পরলোকগমন করায় সভাপতি পদে সর্বসম্মতিক্রমে ডাবলু কুমার ঘোষকে মনোনীত করা হয়।
সভায় জেলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে প্রতিবারের মতো এবারো স্বর্গীয় সুরেন্দ্র নাথ সিংহের ছোট ঠাকুরবাড়ীতে আগামী ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে উদ্্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পূজা উদ্্যাপনের জন্য উপ-কমিটি গঠন করা হয়।
সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।