দুর্নীতি দমন কমিশন-দুদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিতার্কিকদের মধ্যে সনদ, ক্রেস্টসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলাশহরের গ্রিনভিউ স্কুলে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল ও এমএম হক আইডিয়াল উচ্চ বিদ্যালয় বিতার্কিক দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ দুদুক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
বক্তারা তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের নির্মাতা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সোচার থাকার আহ্বান জানান।
প্রতিযোগিতায় মডারেটর ছিলেন গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকসানা আহমদ। বিচারকের দায়িত্ব পালন করেনÑ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, জেলা কমিটির সদস্য মমতাজ মহল ও জেলা কমিটির সদস্য ফাইজুর রহমান মানি।
প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।