Last Updated on নভেম্বর ১৭, ২০২৪ by
জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃতী সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মো. আব্দুর রশিদের পদোন্নতিজনিত কারণে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
রবিবার সংবর্ধনা অনুষ্ঠানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আব্দুর রশীদকে জেলা শিক্ষা অফিসার থেকে পদোন্নতি দিয়ে উপপরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরে পদায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এসময় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী, আজমাল হোসেন মামুন, মো. শফিকুল ইসলাম, সাইমুম ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম, সিনিয়র শিক্ষক লিনস হাঁসদা, মো. নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আব্দুর রশিদ ২০২১ সালের ১২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।
এর আগে বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।