চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিলের ১৮ তম বার্ষিক সাধারণ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীবাড়ি বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিলের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। রাণীবাড়ি বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, জেলা শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আসলাম কবীর, সাবেক সভাপতি আলহাজ্ব হাসানুল মবিন, সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক।
আরো বক্তব্য দেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নাচোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহির উদ্দিন। এ-সময় আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালি খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ।
পরে সদ্য অবসরপ্রাপ্ত ৪জন শিক্ষককে ৪ লাখ ৭২ হাজার ৬শ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।