জেলা মহিলা আওয়ামী লীগের মিছিল মানববন্ধন

7

চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাকিনা খাতুন পারুল। এতে বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহসভাপতি সাহিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শরিফা খাতুন বেবি, প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আশিক। সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা সাকিউল ইসলাম সাকিল।
উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ সিকদারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা ‘জামায়াত-বিএনপির নৃশংস বর্বরতা’র বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়াবার আহ্বান হানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।