পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার ‘উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ (মেগা প্রজেক্ট ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে তৈরি মঞ্চে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
সেমিনারে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। সানজিদা আফরিন ঝিনুকের প্রবন্ধে উঠে আসে পদ্মা সেতুর বিভিন্ন দিক।
এছাড়াও সরকারের মেগা প্রকল্পেগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, এলএনজি টার্মিনাল, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দরসহ অন্যান্য প্রকল্প।
সেমিনারের প্রধান আলোচক মোজাহার আলী প্রামানিক তার দপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ও বাস্তবায়নাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলায় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়নে আজকের শিক্ষার্থীরা আগামী দিনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ তুলে ধরেন।