“সঠিক পুষ্টি-সঠিক জীবন” এই প্রতিপাদ্যে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে।
বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি সঠিক মাত্রার পুষ্টিগ্রহণে শাক-সবজি খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসাধারণের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক নিরাপদ খাবারের ওপরও গুরুত্বরোপ করেন।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ তার উপস্থাপনায় জানান, জন্ম, শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। কেননা সঠিক পুষ্টির অভাবে অপুষ্টি এবং অপুষ্টিজনিত জটিলতাসহ বিভিন্ন সংক্রামক রোগ-ব্যাধি হতে পারে। অপর দিকে অতিপুষ্টির জন্য স্থূলকায়তা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এছাড়াও অপুষ্টির অভাবের কারণেও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বর্তমানে কোভিডকালীন পুষ্টি আরো বেশি প্রাসঙ্গিক।
পুষ্টির প্রাসঙ্গিকতা বিবেচনায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুষ্টিকে অগ্রাধিকার প্রদান করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেন। তার সময়োপযোগী সিদ্ধান্তের জন্য উচ্চমাত্রার ভিটামিন এ সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন এ-জনিত অন্ধত্ব শতকরা ৪ ভাগ থেকে কমে বর্তমানে শূন্য দশমিক ৪ ভাগে নেমে এসেছে। তিনি বলেনÑ সঠিক পুষ্টির অভাবে অনেক শিশু খর্বাকায় হচ্ছে। তাদের স্বাভাবিক বেড়ে ওঠা হচ্ছে না।
সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. আব্দুস সালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পৃথক পৃথক তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও নিজামউদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত জাহান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম।
উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোমস্তাপুরের বাস্তবায়নে গত ২৩-২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার বীরমুক্তিযোদ্ধা,প্রবীণ ও অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, কিশোর-কিশোরী ও সুশীল সমাজসহ অন্যপেশার ব্যক্তিদের নিয়ে পৃথক পৃথক ব্যানারে তিনটি সভা অনুষ্ঠিত হয়।