চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে একটি অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে সদর উপজেলার আতাহার গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. সানাউল্লাহ (৩৫)কে ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অভিযানে রাজারামপুর গ্রামের রাজা ইটভাটার সামনে অভিযান চালায়। এই অভিযানে ২ কেজি গাঁজাসহ চর ইসলামপুর গ্রামের মো. ইমরানের ছেলে মো. অশিকুল ইসলাম (৩০)কে আটক করা হয়। গত ১৩ এপ্রিল এই অভিযান চালানো হয়।
আরেকটি অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ অভিযানে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকা থেকে কানসাট পুরাতন ব্রিজ গ্রামের মো. সাঞ্জুর ছেলে মো. নাজিম আহম্মেদ (২৪)কে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।