জেলা পুলিশের আয়োজনে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট রাজশাহী চ্যাম্পিয়ন

62

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট ২০১৭ গত কাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এই টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় নওগাঁ জেলা পুলিশ ভলিবল দলকে ২৫-১২, ২৫-২০ সেটে পরাজিত করে রাজশাহী জেলা পুলিশ ভলিবল দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ি ও বিজিত দলের মধ্যে ট্রফি তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আকতারুজ্জামান রেজা তালুকদার রুমিসহ অন্যান্যরা। খেলা পরিচালনা করেন, হুমায়ুন কবির লুকু, আজমাল হোসেন, সামসুল আলম, আজিজুল হক, খালেদুল ইসলাম, হান্নান বাবু।
গত রবিবার বিকালে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ভলিবল দল, জয়পুরহাট জেলা পুলিশ ভলিবল দল, রাজশাহী জেলা পুলিশ ভলিবল দল ও নওগাঁ জেলা পুলিশ ভলিবল অংশগ্রহণ করে।