সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতা বিচারে ২০২২-২৩ অর্থবছরের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।
শুদ্ধাচার পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমানসহ জেলার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এদিকে এ পুরস্কার প্রাপ্তিতে ইউএনও আসমা খাতুন তার প্রতিক্রিয়ায় জানান, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দুর্নীতি, শিক্ষা, মোবাইল কোর্ট, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়াসহ অন্যান্য ক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার কৌশলে বিশেষ ভূমিকা রাখায় এই পুরস্কার পেয়েছেন। উপজেলার সকলকে সঙ্গে নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে এ অর্জন বলে তিনি জানান।
Home চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতা : শ্রেষ্ঠ কর্মকর্তা হলেন গোমস্তাপুরের ইউএনও...