মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২৯, ২০২৪ by

জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
সভায় জেলা পরিষদের উপদেষ্টা সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ (সদর) আব্দুল জলিল মাসুদ, সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য হোসনে আরা পাখি (ভোলাহাট), সদস্য কবির খান (গোমস্তাপুর), জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (সদর) তাসলিমা খাতুন, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ পরিষদের কর্মকর্তাবৃন্দ।
সভায় নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুবকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বিগত অর্থবছরের এডিপি ও রাজস্ব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

About The Author

শেয়ার করুন