জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা, আগামী ৩০ মে গণশুনানি

27

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৩০ মে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের নিয়ে গণশুনানি হবে। এছাড়া ৩১ মে দুর্নীতিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ দুটি কর্মসূচিকে সামনে রেখে বুধবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন-দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান; সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মো. মনিরুজ্জামান; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু; চাঁপাইনবাবগঞ্জে টিআইবির এরিয়া ম্যানেজার সফিকুল ইসলামসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
সভায় আগামী ৩০ মে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারীদের নিয়ে অনুষ্ঠেয় গণশুনানি সফল করার আহ্বান জানান দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান। তিনি বলেন, সেবাগ্রহীতারা যেন উপস্থিত হয়ে তাদের মতামত বা অভিযোগ তুলে ধরতে পারেন সেজন্য তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। গণশুনানির আগে পোস্টার, লিফলেট বিতরণ করা হবে এবং মাইকিং করা হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযোগ বাক্স রাখা হবে।