জেলা জাসদের ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

10

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ ও হাসপাতালে রূপান্তরিত করা, পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবার মান উন্নত করা, স্বাস্থ্য খাতে সকল অনিয়ম দুর্নীতি বন্ধ করা; করোনার সময় বন্ধকৃত সকল ট্রেন পুনরায় চালু ও বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করা; জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং শিক্ষা ক্ষেত্রে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা; চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত মহসড়কটি চার লেন করা, সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরসহ ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়ন করা; চাঁপাইনবাবগঞ্জকে বিশেষ কৃষি শিল্পাঞ্চল বা আম শিল্পাঞ্চল ঘোষণা করে বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলাসহ জেলা জাসদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় যুবজোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম। বক্তব্য দেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা জাতীয় শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, জেলা জাসদ নেতা হেলালুজ্জামান হেলাল, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মজিদ, জাসদ ছাত্রলীগ শাহ নেয়ামতুল্লাহ কলেজ শাখার সভাপতি জুয়েল রানা সাকিবসহ অন্যরা।
দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন জেলা বক্সিন একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
বক্তারা জেলা জাসদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি স্মার্ট জেলা হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও নিত্যপণ্যের দাম ও কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করারও দাবি জানান তারা।