Last Updated on জুন ৫, ২০২৫ by
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় : আরো একশজনের প্রশিক্ষণ সম্পন্ন
বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।
এরই ধারাবাহিকতায় আরো একশ জনের প্রশিক্ষণ সম্পন্ন করেছে সংস্থাটি। তিনদিনের প্রশিক্ষণে এবার ভর্তি হয়েছিলেন একশজন। অংশগ্রহণ করেন ৯১জন। তাদেরকে বিদেশে যাওয়ার জন্য একজন কোথায় যোগাযোগ করবে
বিদেশে যাওয়ার আগে কি ধরণের প্রস্তুতি নেয়া প্রয়োজন, আদম ব্যবসায়ীর প্রতারণা হতে সাবধান থাকার উপায়, কিভাবে বৈধ উপায়ে স্বল্প খরচে বিদেশে যাওয়া যায়, শ্রম জনশক্তি ব্যুরো কিভাবে বিদেশে যাবার প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করে, বিদেশে যাওয়ার যাত্রাপথে বিদেশগামীকে কি কি কাজ করতে হয়, বিদেশ হতে পাঠানো টাকা কোথায় কিভাবে বিনোয়োগ করবেন, বিদেশে বাংলাদেশী দূতাবাস কি কি সেবা দেয়, বিদেশে গমনের পর বিদেশে তার করণীয়, বিদেশে থাকাকালীন তার জীবনযাত্রা, কিভাবে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হয়, প্রবাস জীবনে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কিভাবে একাকী থাকতে হয় ইত্যাদি বিষয় বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান, জনশক্তি জরিফ কর্মকর্তা রোশদুল হক ও ইউ ভি এ শহীদুর রহমান। গত ২ জন থেকে ৪ জুন পর্যন্ত জেলা শহরের শাহিবাগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।