Last Updated on জুলাই ৩০, ২০২৪ by
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা : উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার তাগিদ জেলা প্রশাসকের
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল থেকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলার সকল দপ্তরের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় স্ব স্ব দপ্তরের উন্নয়ন কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেন জেলা প্রশাসক। সভায় তিনি দেশের সাম্প্রতিক ঘটনায় রাষ্ট্রীয় শোকের বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দেন।
বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনর রশিদের উন্নয়ন প্রকল্পের বিষয়ে জেলা প্রশাসক বলেন- চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নওগাঁর ভূউপরিস্থ পানি ব্যবস্থাপনার জন্য ২৫০ কোটি টাকার যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে তার মধ্যে সোলার প্যানেলের বিষয়টি রয়েছে। কোনো ধরনের ব্যাটারি ছাড়াই সূর্যের আলোয় সোলার ব্যবহার করে পানি সরবরাহ করতে হবে। এতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আল মামুনর রশিদসহ অন্যরা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিাচলক ড. পলাশ সরকার, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক অমিত কুমার সরকারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।