চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সন্ধ্যা কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মরহুম মোজাম্মেল হকের ছেলে হারুন অর রশিদ। তিনি মোজাম্মেল হকের স্থলাভিষিক্ত হলেন। সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মসিউল করিম বাবু। মোজাম্মেল হকের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়।
জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও সংগঠনটির সহসভাপতি মোখলেসুর রহমান।
স্বাগত বক্তব্য দেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মো. মাহবুবুর রহমান।
সভায় সমিতির আয়-ব্যয়ের নিরীক্ষা রিপোর্ট তুলে ধরা হয় এবং সমিতির বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেনÑ সমিতির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ডা. মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সদস্য আলহাজ মো. আব্দুল রাজ্জাক, মো. সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, মো. আশরাফুল হক, মো. রেজাউল করিম, আব্দুল মান্নান, মো. তাইজুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. ইব্রাহীম আলি বাবলু, এম. এ. বাকি ও মো. রবিউল ইসলামসহ অন্যরা।