জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ

28

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে এবং নিমতলা এলাকার মেথরপট্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় ৬জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জেলা শহরের শহিদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয় নি।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওদুদের ওয়ালটন মোড়ে রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে মোটর সাইকেল যোগে যাবার সময় সংসদ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্তরা। এসময় সংসদ সদস্যের কার্যালয়ে থাকা লোকজন দৃর্বত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
অন্যদিকে জেলা শহরের নিমতলা এলাকায় মেথরপট্টিতে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদুটি ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) চৌধুরী মাহফুজুল হক জানিয়েছেন।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।