জেলা আওয়ামী লীগের সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

15

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় আগামী ১ আগস্ট একটি শোক শোভাযাত্রা, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালেন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ১৭ আগস্ট দেশজুড়ে ককটেল হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সহসভাপতি মোরতুজা আলী, সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপিসহ অন্য নেতৃবৃন্দ।