জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা

8

জেলা আওয়ামী লীগসহ এর বিভিন্ন সাংগঠনিক ইউনিটসমূহের সম্মেলন অনুষ্ঠান এবং ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, যুগ্ম সম্পাদক সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।
সভার বিষয়ে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান গৌড় বাংলাকে জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়াও আহব্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।