জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বক্তব্য দেন- পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।