চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩টি পদের বিপরীতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬ জন এবং এককভাবে সভাপতি পদে প্রার্থী ছিলেন একজন।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নাজমুল-একরামুল পরিষদ থেকে ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ নাজমুল আজম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল-তোহরুল পরিষদ থেকে মো. মোসাদ্দেক হোসেন কাজল পেয়েছেন ৬৯ ভোট। নাজমুল-একরামুল পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহা. একরামুল হক পিন্টু, প্রাপ্ত ভোট ১০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল-তোহরুল পরিষদ থেকে মোহা. তোহুরুল ইসলাম পিন্টু পেয়েছেন ৮০ ভোট।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহা. আব্দুস সাত্তার-১। তিনি পেয়েছেন ১০৫ ভোট। সহসভাপতি পদে মোহা. আরশাদ আলী, প্রাপ্ত ভোট ১০৫; সহ-সাধারণ সম্পাদক পদে মো. আখেরুল ইসলাম রাসেল প্রাপ্ত ভোট ৯২, অর্থ সম্পাদক পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোরসেদ, গ্রন্থাগার সম্পাদক পদে মোহা. আবদুল হাদি প্রাপ্ত ভোট ৯১ এরা সবাই নাজমুল-একরামুল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে কাজল-তোহরুল পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাদিকুর রহমান সরকার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসা. রহিমা খাতুন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম মিলন, মোহা. মাইনুল ইসলাম-২, এম আব্দুস সালাম ও মোহা. শাহ আলম। গননা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
এবার মোট ভোটার ২০৪জন। তাদের মধ্যে ১৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।