জেলায় ২৪ ঘণ্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্ত

6

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ২শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩ জন। ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নতুন করে শনাক্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভোলাহাটে ১ জন শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি শাহীবাগ, ১ জনের শিমুলতলা, ১জনের কালিনগর, ১ জনের টিকতলা, ১জনের কমলাকান্তপুর ১ জনের ছত্রাজিতপুর, ২ জনের বালিয়াডাঙ্গা, ১জনের পোড়াগাঁ, ১জনের বালিগ্রাম, ১জনের শিবতলা, ১জনের সোনামসজিদ, ১ জনের চাঁদপুর।
অন্যদিকে শিবগঞ্জে শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি আদিনা কলেজ, ১জনের গঙ্গারামপুর, ১জনের ভবানীপুর, ১জনের শ্যামপুর, ১ জনের জমিনপুর, ১জনের বগলাউড়ি। এছাড়া ভোলাহাটে শনাক্তের বাড়ি খারেআলমপুর গ্রামে।
বর্তমানে জেলায় ২ শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৭ জন পুরুষ ও ৮ নারীসহ ২৫ জন, শিবগঞ্জে ৮ জন পুরুষ ও ৪নারীসহ ১২ জন, এবং নাচোলে ২জন পুরুষ ও ভোলাহাটে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮০ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৫৫৫ জন পুরুষ এবং ২২৫ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।