চাঁপাইনবাবগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ৫২ জন নারী পেয়েছেন সেলাই মেশিন ও আর্থিক সহয়তা। এর মধ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩০ জন দুস্থ নারীকে আয়বর্ধক উপকরণ হিসেবে একটি করে সেলাই মেশিন ও ২০ জন দুস্থ নারীকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে দিবসটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসকের উদ্যোগে আরো ২ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় আলোচকগণ বঙ্গমাতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে সেলাই মেশিন ও টাকা বিতরণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী সারাদেশের নারীদের এই সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার জানান, জেলার ৫ উপজেলার ৬ জন করে ৩০ জন মহিলাকে সেলাই মেশিন ও জেলার ২০ জন মহিলাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় আরো ২ জন মহিলাকে দুটি সেলাই মেশিন প্রদান করেন।
শিবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ‘বঙ্গমাতা’র ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদ্্যাপন উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রব্বির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা।
ভোলাহাট প্রতিনিধি : গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বরুণ কুমার পাল। বক্তব্য দেন উপকারভোগী সুখতারা।
উপজেলার মোট ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমাযুন রেজা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা বরুণ কুমার পাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মহিলা বিষযক অধিদপ্তরের আযবর্ধক কর্মসূচি প্রকল্পের ট্রেইনার শামসুন্নাহার টুম্পা, উপকারভোগী সাবিনা ইয়াসমিন ও তাহসিনা খাতুন।
শেষে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৬ জন অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেলা ৩টায় উপজেলা পরিষদ হল রুমে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। উপজেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
Home চাঁপাইনবাবগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন :সেলাই মেশিন ও আর্থিক সহায়তা পেলেন...